Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ মাস পেছাল সাফের নির্বাচন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ও নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ায় কথা থাকলেও তা আর হচ্ছে না। ২ মাস পিছিয়ে দেয়া হয়েছে সাফের নির্বাচন। গতকাল সাফের নির্বাহী কমিটির ভার্চুয়াল জরুরী এ সিদ্ধান্ত নেয়া হয়। জরুরী সভা হওয়ায় একটি আলোচ্যসূচীর উপরই আলোচনা হয়েছে। প্রায় এক ঘন্টার ভার্চুয়াল আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সাফের আসন্ন কংগ্রেস ও নির্বাচন পেছানো হয়েছে। দিনক্ষণ পেছালেও কংগ্রেস ও নির্বাচনের ভেন্যু ঠিকই থাকছে। দুইমাস পর ঢাকাতেই হবে সাফ কংগ্রেস ও নির্বাচন। এ প্রসঙ্গে কাল সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নির্বাচন পেছাতে অনুরোধ করেছিল। তাদের অনুরোধের ভিত্তিতে জরুরী সভায় আলোচনা করে নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ হয়েছে।’ আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে নতুন তারিখ জানানো হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন সাফের তিনবারের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। বাফুফের মতো চতুর্থ মেয়াদে তিনি সাফ সভাপতি হতে চান কিনা তার ঘোষণা দেননি এখনো। তবে দুইমাস পর নির্বাচন হবে- এমন সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত সভাপতি পদে কোনো প্রার্থীর নাম শোনা যায়নি। ফলে ধারণা করা হচ্ছে এবারও সাফ সভাপতি পদে একমাত্র কাজী সালাউদ্দিনকেই দেখা যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২ মাস পেছাল সাফের নির্বাচন

২২ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ