Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজনের ষষ্ঠ জাতীয় সম্মেলনে গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বাসা-বাড়িতে দুই চুলায় সর্বোচ্চ ৯৩ ইউনিট গ্যাস ব্যবহৃত হয়। সে হিসাবে ৬০০ টাকা বিল নেয়া হয়। প্রকৃতপক্ষে দুই চুলায় গড়ে গ্যাস ব্যবহৃত হয় ৪৩ ইউনিট। কিন্তু দাম নেয়া হচ্ছে ৯৩ ইউনিটের। আর এ কারণেই আমরা ‘সিস্টেম লস’ নামক শব্দটি শুনি। আসলে ‘সিস্টেম লস’ মোটেই নয়, বরং ‘সিস্টেম গেইন’ করে তারা (গ্যাস কোম্পানির কর্মকর্তারা) টাকা তোলে। এরপরও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ডবল চুলার জন্য সাড়ে ৬০০ টাকার বদলে এখন নাকি ১২শ’ টাকা করা হবে।’ গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশে আয়োজিত ‘সুজনের (সুশাসনের জন্য নাগরিক) ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন অধিবেশনের শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গ্যাসের দামের ৫৫ ভাগ ভ্যাট হিসাবে কেটে নেয়া হয়। এছাড়া নানা ধরনের পরোক্ষ করের মাধ্যমে শতকরা ৮১ ভাগ চলে যায় সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে।’ রেভিনিউ আদায়ের ক্ষেত্রে সরাসরি ইনকাম ট্যাক্স না বাড়িয়ে সরকার কেন জনগণের ওপর পরোক্ষ কর বাড়াচ্ছেÑ প্রশ্ন করেন তিনি। তিনি আরো বলেন, ‘এক পয়সাও ট্যাক্স আমরা দেবো না, যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জমান বলেন, ‘দুর্নীতির ইঞ্জিন উন্নয়নের বগি টেনে নিয়ে যাচ্ছে। আমাদের শাসনব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনার পরিপস্থী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে উদার গণতন্ত্রপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমানে সাম্প্রদায়িকতা বিভিন্ন স্থানে মাথা উঁচু করেছে। যেটা আমাদের দেশে কোনো সময়ই ছিল না। সুশাসনের অনেক উপাদানই এখনো অপূর্ণ রয়ে গেছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্য অর্জনের সংগ্রাম অব্যাহত রেখেছি। আমাদের অনেক অর্জনও রয়েছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো জোরদার করতে সকলের প্রতি আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাংগঠনিক প্রতিবেদন ও আগামী দিনের করণীয় উপস্থাপন করেন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুজনের নির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, নির্বাহী সদস্য ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিচারপতি কাজী এবাদুল হক ও মো: আবদুল মতিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. স্বপন আদনান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ