Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাগার থেকে জামিনে মুক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং বিএনপি'র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তামিলে মুক্তি পেয়েছেন। তাদের আইনজীবীরা জামিনের কাগজ বিকেল ৪টার পরে কারাগারে পৌঁছান। পরে কারা কর্তৃপক্ষের মুক্তি পাওয়ার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে
তারা সন্ধ্যা সোয়া ৬টার সময় ১মাস ১২দিন কারাভোগ করে জেলখান থেকে ফিরে আসেন। এ সময় জেল খেটে পূর্ব থেকে অপেক্ষমান বিএনপি'র শত শত নেতা কর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মুক্তি চেয়ে মুহুর মুহুর স্লোগান দিতে থাকে। উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নয়া পল্টন বিএনপি'র কার্যালয় থেকে তাদের গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিনে মুক্ত

২৬ জানুয়ারি, ২০১৯
২১ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ