Inqilab Logo

বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

জামিনে মুক্ত কুলাসেকারা

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নুয়ান কুলাসেকারার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আটক শ্রীলঙ্কার এই পেসার জামিন পেয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, ক্যান্ডি থেকে কলম্বোতে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন কুলাসেকারা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বাসকে কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির সামনে এসে পড়েন। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে গত জুনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ৩৪ বছর বয়সী কুলাসেকারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিনে মুক্ত কুলাসেকারা

২১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ