বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এক মাস তিনদিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক ও গ্রামীণ গণস্বাস্থ্য টেক্সটাইল মিলসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির।
মঙ্গলবার (১ মে) সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) বিচারপতি রেজাউল হক ও বিচারপতি নজিবর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শিশিরকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
সোমবার (৩০ এপ্রিল) বিকেলে হাইকোর্টের আদেশ হাতে পেয়ে তাকে কারামুক্তির নির্দেশ দেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান জানান, গত ২৭ মার্চ রাতে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের শিমুলতলায় অবস্থিত গণস্বাস্থ্য টেক্সটাইল লিমিটেডের কার্যালয়ে গোপন বৈঠক করার অভিযোগে শিশিরকে আটক করে পুলিশে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শিশিরসহ বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।