Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনা জুনে ঢাকায় আসছে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম | আপডেট : ৭:৫৭ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৩

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তোড়জোর চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের লক্ষ্য লিওনেল মেসিদের ঢাকায় এনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলানো। আপাতদৃষ্টিতে আর্জেন্টিনা দলের ঢাকায় আসা অনেকটাই নিশ্চিত বলে জানান বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ঢাকায় পা রাখবেন মেসি। আর্জেন্টিনার ঢাকায় আসা প্রসঙ্গে মঙ্গলবার বিকালে সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা বাংলাদেশে আসবে এটা নিশ্চিত বলাই যায়।’

আর্জেন্টিনা দল বাংলাদেশে এলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে। কিন্তু এই স্টেডিয়ামে এখন সংস্কার কাজ চলছে। জুনের আগে সংস্কার কাজ শেষ হবে কিনা, তার নিয়ে রয়েছে সংশয়। তবে কাজী সালাউদ্দিন আশাবাদী। তার কথায়, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরিভাবে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।’

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা। সেই ম্যাচে মেসিরা ৩-১ গোলে হারিয়েছিলেন নাইজেরিয়াকে। তবে এবার মেসিদের প্রতিপক্ষ কারা, তা এখনও জানায়নি বাফুফে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ