গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ থানার সভাপতি বিশিষ্ট আলেম মুফতি আহসানুল্লাহ এর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লমা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। নেতৃদ্বয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, মুফতি আহসানুল্লাহ কেরানীগঞ্জের বহুবিধ কার্যক্রম ও ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত সৈনিক ছিলেন। আজ সকালে কেরানীগঞ্জের নিজ বাসায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। এধরণের নির্মম হত্যাকান্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। তার এ হত্যা রহস্যজনক। রহস্য উদঘাটনে একটি তদন্ত্র কমিটি গঠন করে মূল হোতাদের চিহ্নিত করার আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।