Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ক্যালিফোর্নিয়ার বন্যা পরিস্থিতি দেখতে যাবেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বন্যা কবলিত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দেশটির জনবহুল এ অঙ্গরাজ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর তিনি সেখানে এ সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন সাম্প্রতিক প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা সফর করে উদ্ধার প্রচেষ্টা প্রত্যক্ষ করবেন। এক্ষেত্রে অতিরিক্ত কি পরিমাণ ফেডারেল সহযোগিতা প্রয়োজন তা পরিমাপ করা হচ্ছে।
প্রসঙ্গত, মুষলধারে বৃষ্টি, বাতাস এবং কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে পুরো ক্যালিফোর্নিয়া রাজ্যে। মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ