Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নকলা উপজেলা বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার-৭

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম

নাশকতার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে
নকলা থানায় মামলা করেছে পুলিশ। এদের মধ্য থেকে ৭ নেতাকর্মীকে গ্রেফতার
করেছে পুলিশ।
এসব নেতা-কর্মীকে ১৬ জানুয়ারী ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহির রায়হান মুক্তি
(৫২), বিএনপি নেতা মোরাদুজ্জামান মাছুম (৪৫), লুৎফর রহমান (৩২), নূর
হোসেন (৪৮), আরফান তালুকদার (৪৫), তাজুল ইসলাম মোক্তার (৫৫), কামরুল
মেম্বার (৫৫)।

পুলিশ জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নকলা উপজেলার বিএনপি
নেতাকর্মীরা নাশকতা সৃস্টির পরিকল্পনা এবং চেষ্ঠা করছিল। গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ সংবাদ পেয়ে ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। আজ বিকেলে নকলা
থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত
আরো ৩০/৩৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
এদিকে জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী দাবী করেন,
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার জন্য প্রশাসনের কাছে অনুমতি
চাওয়ার পরই মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদেরকে আতঙ্কিত ও হয়রানী করছে।
আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার দাবী
জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরুদ্ধে মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ