Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে বাস, ট্রাক,অটোভ্যান ত্রিমূখী সংঘর্ষে নিহত-২ আহত-৫

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস, ট্রাক,অটোভ্যানের সাথে ত্রিমূখী সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় ৫ জন আহত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুর ২ টার দিকে বগুড়া-দিনাজপুর মহাসড়কে কানাগাড়ী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বিশ্ব ইজতেমার যাত্রী নিয়ে পূর্ণভবা মেইল বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল।এ সময় কানাগাড়ী নামকস্থানে বাসটি বিপরীতমুখী একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে পরে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।ওই অটোভ্যানে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই এক জন ও হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়। অপর ৫ জনকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। নিহত ওই দুই নারীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার বিশাইন গ্রামের রতœা বালা (৫০) ও তিথি রানী (১৭)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ