Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পঞ্চগড়ে জমির দ্বন্দে সংঘর্ষে নিহত-১

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ৪:২৩ পিএম

পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দে সংঘর্ষের ঘটনায় হবিবর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার(৩০ নভেম্বর) বিকালে পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া এলাকায় মারপিটের ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নিহত হয়। নিহত হবিবর রহমান একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।এ সময় দুই পক্ষের আহত হয়েছেন আরো ৫ জন।

ইউপি চেয়ারম্যান আল ইমরান ও সদস্য আব্দুস সামাদ স্থানীয়দের বরাত দিয়ে জানান,
জমি মাপ যোগের শেষ পর্যায়ে দুই হাত জায়গা
নিয়ে রফিজ উদ্দিন গং ও আব্দুর রাজ্জাক গংয়ের ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।এতে দুই পক্ষের ৫ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।এতে বৃহস্পতিবার সকালে আহত হবিবর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ মিঞা জানান,জমির আইল নিয়ে ঠেলাঠেলিতে মারামারি হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে ।মরদেহ দাফন শেষে, মামলা করবেন জানিয়েছেন তার পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ