Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লালপুরে আখ বোঝই ট্রাক্টারের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে নিহত-১

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম

নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টারের সঙ্গে যাত্রীবাহি অটোরিক্সার সংঘর্ষে শরিফুল ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় অটোরিক্সার আরও চারজন যাত্রী গুরত্বর আহত হয়েছে। নিহত শরিফুল ইসলাম পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার পূর্ব নূর মহল্লার বাসিন্দ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নূরল্লাপুর মসজিদের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, তাহমিনা (৪০), বেদেনা বেগম (৫০), আফরোজা (৩০), শ্রী দেবাশীষ (৫২)। এর মধ্যে দুইজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ঈশ্বরদীর দিক থেকে আসা নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টার ও লালপুর থেকে ঈশ্বরদী গামী যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চার জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অটোরিক্সার চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিরাপদ হেপাজতে রাখা হয়।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ