গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত একটি চক্র। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এই চক্রের দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তাররা হলো- মো. ইব্রাহিম (৩০) ও মো. রনি ভূঁইয়া (৩৮)। এসময় তাদের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি জব্দ করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন বলেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।