গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘মানবতাবাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওমরাহ পালন শেষে দেশে ফিরে বুধবার নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে করে নুর বলেন, সরকার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দাম্মামে আওয়ামী লীগের লোকজন হত্যা করার উদ্দেশে আমার ওপর হামলা করেছে। আমি যে হেটেলে গিয়েছি সেখানেও তারা আমাকে ভয় দেখানোর জন্য টহল দিয়েছে, ঘোরাঘুরি করেছে। কাজেই দেশে আমি কতটুকু নিরাপদ জানি না।
বিএনপি মহাসচিব ও জামায়ত আমিরের প্রসঙ্গ টেনে নুর বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন মার্জিত রাজনীতিবিদকে জেলে নিতে সরকার কার্পণ্য করেনি। জামায়াতের আমিরের মত মানবতাবাদী লোককে যারা জঙ্গিবাদে জড়িয়ে জেলে নিতে পারে সেখানে আমি শঙ্কায় আছি। তারা আমার বড় ধরণের ক্ষতি করবে। তাই আমি সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে নুরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা ও মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার একটি ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে নুরের দাবি, ছবিটি এডিট করা।
পুরো বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে নুর বলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে আমি যেন আর দেশে ফিরতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল।
ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি কিংবা তাদের কারো সঙ্গে কোনো মিটিং হয়নি জানিয়ে নুর বলেন, বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আওয়ামী লীগের কতিপয় নেতা আমার ছবি ও অডিও এডিট করে এগুলো করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।