বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি’র গন অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিভাগীয় সদরে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা-কর্মী সহ বিভিন্নস্তরের মানুষ অবস্থান নিয়েছে। সকাল ১১টার পরে নগরীর সদর রোডে টাউন হল সংলগ্ন বিএনপি ও সহযোগী সংগঠনের অফিসের সামনে এ কর্মসূচীর সূচনা হয়। সমাবেশে বরিশাল মহানগরী ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দলীয় নেতা কর্মীগনও অংশ নিয়েছেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুন নবী সোহেল ছাড়াও বরিশাল উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মহানগর নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখছেন। সমাবেশ স্থল ও এর আসেপাশে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।