Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কায়কোবাদের নির্দেশে গন অবস্থান কর্মসূচিতে মুরাদনগরের সহস্রাধিক নেতাকর্মী

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি'র গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি'র সহস্রাধিক নেতাকর্মী।

বুধবার বেলা ১১টার দিকে গন অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মুরাদনগর থেকে কুমিল্লা টাউন হল এসে পৌঁছান নেতাকর্মীরা।

কুমিল্লা মুরাদনগর বিএনপি'র প্রাণপুরুষ সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে দলের এই গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলছেন, গন অবস্থান কর্মসূচি জনগণের কর্মসূচি। জনগণই তা বাস্তবায়ন করবে। আওয়ামী স্বৈরাচারী সরকার ভীত হয়ে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর মামলা হামলা গ্রেফতার ও নির্যতন শুরু করে দিয়েছে। কোন যড়যন্ত্রই আওয়ামী সরকারের পতন ঠেকানো যাবে না। জনগণের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্র পুনঃরুদ্ধারের জন্য আমরা লড়ে যাবো। আমাদের নেতা সাবেক মন্ত্রী, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে আগামীতে যেকোন আন্দোলন সংগ্রামে দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে সামিল হবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণঅবস্থান

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ