Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণ অবস্থান শুরু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:২৩ পিএম | আপডেট : ১২:৪০ পিএম, ১১ জানুয়ারি, ২০২৩

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সারা দেশে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।

বেলা সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনশন কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল দশটা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে জড়ো হতে থাকে।

গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বিএনপি'র কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণ অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

এখন পর্যন্ত কর্মসূচিতে আসতে নেতাকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন এমন কোনো খবর পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণঅবস্থান

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ