Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিএনপির গণঅবস্থান শুরু, নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:০৪ এএম | আপডেট : ১১:২১ এএম, ১১ জানুয়ারি, ২০২৩

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅবস্থানস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন। রাজধানীর মতিঝিল হয়ে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় থেকে পুরো কাররাইল পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি

এদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সাঁজোয়া যান ও জলকামানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছে।

১০ সাংগঠনিক বিভাগে গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় কর্মসূচিতে অংশ নেয়। ৬ সাংগঠনিক বিভাগে গণঅবস্থান করার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে এলডিপি। জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ।

একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টন প্রিতম টাওয়ারের সম্মুখে গণঅবস্থান কর্মসূচি পালন করছে। অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে জোটের নেতারা।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরাম (একাংশ)। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করছে। জাতীয় প্রেসক্লাবের অপজিটে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক বাম ঐক্য।রাজধানীর বিজয়নগর গণ অবস্থান কর্মসূচি পালন করছে সমমনা গণতান্ত্রিক জোট।



 

Show all comments
  • Nazmul ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০৪ পিএম says : 0
    সফলতা কামনা করছি
    Total Reply(0) Reply
  • Hasan ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০৬ পিএম says : 0
    বিএনপিতে যদি কেউ নাফরমানি না করে তাহলে তাদের আন্দোলন সফল হবে। কিন্তু তারা তো এক থাকে না। তবে মনে হয় এবার তারা আন্দোলনে সফলতা লাভ করবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ