Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মোড়ে মোড়ে চেকপোস্ট, চলছে তল্লাশি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৫৮ এএম

রাজধানীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গণঅবস্থান কর্মসূচির কারণে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে ও সরেজমিন এমনটি দেখা গেছে।

রাজধানীর ওয়াশপুরের মাদরাসা মোড়, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের বিপরীত দিকে, শ্যামলী ওভারব্রিজের পাশে, গাবতলী বাস টার্মিনাল এলাকা, যাত্রাবাড়ী মোড়, ফার্মগেটের তেজগাঁও গার্লস স্কুলের ফুটপাত, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা মোড়, মালিবাগ, নতুন বাজার, শাহবাগ, পল্টন মোড়, গুলিস্তান, মতিঝিল ছাড়াও বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে পুলিশ।

তাদের সাথে কথা বলে জানা গেছে, মূলত আজকের কর্মসূচিকে কেন্দ্র করেই তারা মাঠে ডিউটি করছেন। তারা বলছেন, জনঅবস্থানের নামে যাতে কেউ কোনো প্রকার অরাজকতা ও নাশকতা করতে না পারে তার জন্য সতর্ক রয়েছেন তারা। ঢাকায় আজ বিভিন্ন পয়েন্টে কয়েক হাজার পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। এ ব্যাপারে তাদের কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজকের গণজমায়েত নিয়ে মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলেছি তারা যেন কর্মসূচি পালন করতে গিয়ে যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা তৈরি করা যাবে না। এ ব্যাপারে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায়ভার সেই রাজনৈতিক দলের।

বুধবার বেলা বাড়ার সাথে সাথে ঢাকার রাস্তাগুলোতে ব্যস্ত মানুষের সংখ্যা বাড়ছে। গাড়ির সংখ্যা বেড়েছে। মোড়ে মোড়ে থাকা প্রতি সিগনালে গাড়ির জটও দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তল্লাশি

৩০ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ