মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইডেনে শীত আসলেও এবার অনেকটাই স্বাভাবিক জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই দেশটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও নিয়মিত জীবনযাপনে তা খুব একটা প্রভাব ফেলছে না। ঠান্ডা মোকাবিলায় অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা।
শীতপ্রধান দেশ হিসেবেই পরিচিত উত্তর ইউরোপের দেশ সুইডেন। চার ঋতুর দেশ বলা হলেও বছরের বেশির ভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে দেশটি।
তাই বেশির দিনের বেশির ভাগ সময়ই প্রচণ্ড ঠান্ডা থাকলেও এর মধ্যেই স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন সুইডেনবাসী।
শীত মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানকার প্রতিটি বাড়িতে। রয়েছে বায়ু প্রতিরোধক ব্যবস্থাও। এমনকি গণপরিবহন থেকে শুরু করে দোকানপাট শপিংমলসহ প্রায় সবখানেই রয়েছে পর্যাপ্ত হিটারের ব্যবস্থা। ফলে শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের হারও এখানে কম।
অনেকদিন ধরেই সুইডেনে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়তি। গত এক বছরে যা বেড়েছে কয়েকগুণ। আর তাই খরচ কমাতে এবার অনেকেই ঘরের উষ্ণতা ঠিক রাখতে ব্যবহার করছেন জ্বালানি কাঠ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।