মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাটো সামরিক জোটভুক্ত দেশ তুরস্কে যাওয়ার কথা ছিল সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী পাল জনসনের। তুরস্ক যেন সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেয় এ বিষয় নিয়ে আলোচনা করতে আঙ্কারায় যেতে চাইছিলেন সুইডিশ মন্ত্রী। তবে তার এ সফর বাতিল করেছে তুরস্ক।
সুইডেনের রাজধানী স্টকহামে শনিবার উগ্রপন্থি সুইডিশ-তার্কিস রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে মিছিল করার অনুমতি দেয় সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মিছিলে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়াবেন বলে জানান তিনি। আর এসব বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আকার বলেছেন, ‘এ মুহূর্তে, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের তুরস্কে ২৭ জানুয়ারির সফরটি গুরুত্ব ও অর্থ দুটোই হারিয়েছে। তাই আমরা সফরটি বাতিল করলাম।’
তিনি আরও বলেছেন, নিজেদের মাটিতে তুরস্ক বিরোধী ‘জঘন্য’ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে সুইডেন।
২০২২ সালের এপ্রিলে পবিত্র রমজান মাস চলাকালীন পালুদান ঘোষণা দেন তিনি বিভিন্ন জায়গায় কোরআন পোড়াবেন। তার এ মন্তব্য নিয়ে সুইডেনে সংঘর্ষের ঘটনা ঘটে।
এখন তাকে নতুন করে আবারও মিছিল ও সমাবেশ করার সুযোগ দিচ্ছে সুইডেন। তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, ‘এটি স্পষ্টতই একটি ন্যাক্কারজনক অপরাধ। আমাদের সতর্কতা সত্ত্বেও সুইডেন ঘৃণ্য অপরাধ ও ইসলাম বিদ্বেষকে উৎসাহিত করছে। ধার্মিক বিষয়ের ওপর আঘাত বাকস্বাধীনতা নয় এটি আধুনিক বর্বরতা।’
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলসটোরোম বার্তাসংস্থা টিটিকে বলেছেন, সুইডেন সবার বাকস্বাধীনতাকে সম্মান জানায়।
এদিকে গত বছরের জুনে ন্যাটোতে যোগ দিতে তুরস্কের সঙ্গে চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন। ওই চুক্তির শর্ত অনুযায়ী, কুর্দি সন্ত্রাসীদের কোনো প্রশয় দিতে পারবে না এ দুই দেশ। এছাড়া ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত পলাতক কুর্দি সন্ত্রাসীদের তুরস্কের হাতে তুলে দিতে হবে। তবে সুইডেন প্রায়ই সেসব শর্ত ভঙ্গ করছে। সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।