Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তিনদিনেই জিতল খুলনা, ঢাকা

অভিষেক ম্যাচে আশিকুজ্জামানের ৯ উইকেট # ফরহাদ হোসেনের সেঞ্চুরি

প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৩ এএম, ২৩ ডিসেম্বর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : এক সময়ে খেলেছেন খুলনা বিভাগের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে। কিন্তু তা অনেক অতীত। ২০১০-১১ তে খুলনা বিভাগের হয়ে খেলা এই পেসার এ বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ছিলেন গাজী গ্রæপে। ২টি ম্যাচ খেলার সুযোগ পেলেও দেখেননি উইকেটের মুখ। অথচ, সাতক্ষীরা থেকে উঠে আসা সেই পেস বোলারই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ছড়িয়েছেন দ্যুতি। অভিষেক ইনিংসে পেয়েছিলেন ৩ উইকেট (৩/৩৩)। ওই ৩টি উইকেটের ২টি আবার বোল্ড। দ্বিতীয় ইনিংসে দ্বিগুণ উইকেট শিকার করেছেন এই পেস বোলার (৬/৬৬)। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে ৯/৯৯ ! তার অভিষেক কৃতীর ম্যাচে বরিশালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম স্তরে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা। জীবনের প্রথম প্রথম শ্রেণির ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আশিকুজ্জামান। প্রথম ইনিংসে ২০০ রানের লিডে জয়টা হাতের কাছেই ছিল খুলনার। দ্বিতীয় ইনিংসে বরিশালকে ২১১ রানে অল আউট করে ১২ রানের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়েছে খুলনাকে। লক্ষ্যে পৌঁছে যেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৮ মিনিট। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ৩য় দিনেই হেসেছে খুলনা। ১০ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে (৩৬ পয়েন্ট) উঠে শিরোপার দাবি তুলেছে খুলনা।
খুলনা বিভাগের মতো তিনদিনেই ম্যাচ জিতেছে ঢাকা বিভাগ। ফতুল্লা শরীফের বোলিংয়ে ৩/২৪) ঢাকা মেট্রোকে দ্বিতীয় ইনিংসে ১২৫ এ ইনিংস গুটিয়ে ফেলে জয়ের জন্য ঢাকা বিভাগের টার্গেট ছিল ১০৫। আবু হায়দার রনির বোলিংয়ে (৪/২০) ৫ উইকেট হারিয়েছে ঠিকই,তবে জয় হাতছাড়া করেনি ঢাকা বিভাগ। ৫ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় বরিশালকে (২৬ পয়েন্ট) টপকে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে ঢাকা (২৭ পয়েন্ট)।
সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠানরত ম্যাচে জয়ের খুব কাছে এখন দাঁড়িয়ে রংপুর বিভাগ। ইনিংস হার এড়াতে এখনো দরকার চট্টগ্রামের ১১৯। হাতে আছে তাদের ৬টি উইকেট। দ্বিতীয় দিনে ৮২/২ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নেমে যোগ করতে পেরেছে চট্টগ্রাম ১০০টি রান। দ্বিতীয় ইনিংসে স্কোরশিটে ১৪৯ উঠতে হারিয়েছে চট্টগ্রাম ৪ উইকেট।
এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫ রানে পিছিয়েও ম্যাচে দারুন ভাবে ফিরে এসেছে রাজশাহী। প্রথম শ্রেনীর ক্রিকেটে ফরহাদ হোসেনের ১৩ তম সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৪৪ স্কোর করে সিলেটকে চাপে ফেলে দিয়েছে রাজশাহী। জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে তৃতীয় দিন শেষে সিলেটের স্কোর ২৮/১। জয়ের জন্য আরো দরকার ৩০২ রান।


স ং ক্ষি প্ত স্কো র
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১৬৬/১০(৭৭.১ ওভারে), সাদমান অনীক ৪৭, আশরাফুল ৩৯, মেহরাব জুনি.২২, মো: শরীফ ৪/৩৫, নাজমুল ইসলাম ৩/৪৬, শাহাদত রাজিব ১/৩৭, দেওয়ান সাব্বির ১/১৯, মিনহাজ খান ১/১৩।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ১৮৬/১০, ৬৩.০ ওভারে, মিনহাজ ৪৩, জাহিদুজ্জামান ৩২, শরীফ ২৭, শহিদুল ৩/৪৪, আশরাফুল ৩/৪৭।
ঢাকা মেট্রো ২য় ইনিংস : ১২৫/৯,৫৫.৫ ওভাওে (২য় দিন শেষে ২৭/৪,১৭.২ ওভারে), সাদমান অনীক ২৮, মেহরাব জুনি. ৩৯, শরীফ ৩/২৪, শাহাদত রাজিব ২/২২,তাইবুর ২/১৩।
ঢাকা বিভাগ ২য় ইনিংস : ১০৬/৫(৩১.৫ ওভারে), মজিদ ১৬, জয়রাজ ৩০, তাইবুর ২৭*, আবু হায়দার রনি ৪/৪২, সৈকত আলী ১/১২।
ফল : ঢাকা বিভাগ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মো: শরীফ (ঢাকা বিভাগ)।
বরিশাল-খুলনা
বরিশাল ১ম ইনিংস : ১৭১/১০ (৬০.৪ ওভারে), ফজলে রাব্বী ৯৫, শাহিন ১৮, শাহরিয়ার ১০, সালমান ১০, আল আমিন ২/৪০, জিয়াউর ৩/২৯, আশিকুর ৩/৩৩, বিশ্বনাথ হালদার ২/২৮।
খুলনা ১ম ইনিংস : ৩৭১/১০,১০২ ওভারে, মেহেদী ৫৭, হাসানুজ্জামান ২৩, এনামুল বিজয় ১৩৬, তুষার ইমরান ১০৮, সালমান ২/৬৮, মুনীর হোসেন ৬/৬৬।
বরিশাল ২য় ইনিংস : ২১১/১০,৪৬.৩ ওভারে, (২য় দিন শেষে ১০/০,২.১ ওভারে), আবু সায়েম ১৫, সালমান ১৫, আল আমিন ৩৭, মনির ৭০, তৌহিদুল ৩০, আশিকুজ্জামান ৬/৫৭, বিশ্বনাথ ২/৪৭।
খুলনা বিভাগ ২য় ইনিংস : ১৫/০(১.৪ ওভারে), মেহেদী ১১*
ফল : খুলনা ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আশিকুজ্জামান (খুলনা বিভাগ)।

রংপুর-চট্টগ্রাম
রংপুর ১ম ইনিংস : ৪৫০/১০,১০৮.০ ওভারে, লিটন দাস ৭৩, আরিফুল ৫২, সোহরাওয়ার্দি শুভ ১২১, আলাউদ্দিন বাবু ৬৪,সাইফউদ্দিন ৪/৯৩,হোসেন আলী ৩/৭৭।
চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস : ১৮২/১০,৫৮.০ওভারে,(২য় দিন শেষে ৮২/২,৩২.০ ওভারে), অভিষেক মিত্র ২৮, তাসামুল ২৩, ইরফান শুকুর ৪৭, সাদ্দাম ৩/৩৬, সোহরাওয়ার্দি শুভ ৩/৪৮, নাসির ১/২২।
চট্টগ্রাম ২য় ইনিংস : ১৪৯/৪ (৫৬.০ ওভারে), পিনাক ৪৫, ইয়াসির আলী ৩৯*, আরিফুল ২/১৬।
রাজশাহী-সিলেট
রাজশাহী ১ম ইনিংস : ২০৪/১০( ৬৫.৫ওভারে), মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল ২১, ফরহাদ রেজা ১৬, সানজামুল ২০, মোক্তার আলী ২৯, আবু জায়েদ রাহি ৬/৪৮।
সিলেট ১ম ইনিংস : ২১৯/১০,৭২.১ওভারে, সায়েম ৩৬, অলক কাপালী ৪০, রোমান ৪১, আবুল হাসান রাজু ৫৯*, ফরহাদ রেজা ৫/৯১, মামুন ৩/৪৭।
রাজশাহী ২য় ইনিংস : ৩৪৪/১০, ৯২.৫ ওভারে, (২য় দিন শেষে ৯২/৩,২০.০ ওভারে), মাইশুকুর ৩৮, জুনায়েদ ৭৮, ফরহাদ হোসেন ১৩২, ফরহাদ রেজা ২৩, সানজামুল ৩০, রাহি ৩/৭৭, খালেদ ২/৫২, রাহাতুল ফেরদৌস ২/৫২, শাহানুর ১/৪৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক

২ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ