Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশের শুভসূচনা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-১ সেটে হারায় শক্তিশালী আফগানিস্তানকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লাল-সবুজের অধিনায়ক আল জাবের। এর আগে কাল বিকেলে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, এশিয়ান ভলিবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ঈষা হামজা আলফেইলাকারী, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। বর্ণাঢ্য ও জাকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রঙবেরঙের বেলুন ও পায়রা উড়ানো হয়। আজিজ নৃত্যকলা একাডেমির ৫০ জন ছেলে-মেয়ে ২৫ মার্চের সেই ভয়াল কালো রাতের দুর্বিষহ মুহূর্ত এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস ফুটিয়ে তোলে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মার্চপাস্টে অংশ নেন পাঁচ দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। আজ দুপুর ২টায় আফগানিস্তান খেলবে কিরগিস্তানের বিপক্ষে। বিকাল ৪টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ