গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শাবি সংবাদদাতা : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় খুলে দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুনরায় এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন জানান, সিন্ডিকেট সভায় ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে গতকাল থেকেই বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হলে শুধুমাত্র বৈধ ছাত্ররা উঠতে পারবে।
গত বুধবার বিশ^বিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়াই ‘নিয়ম বহির্ভূতভাবে’ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাস বন্ধের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এরপর বুধবার দুপুর ২টায় থেকে ভিসি ভবনে তালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভিসি ড. আমিনুল হক ভুইয়াকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।