Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় সেবাশ্রমের সম্পত্তি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চৈতান্য ব্রজবাসী গোসাম্বী সেবাশ্রমের জায়গা দখলের চেস্টায় রাকিব দাড়িয়ার নামে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই জায়গার ওয়ারিশ বাগান উত্তরপাড় গ্রামের অরবিন্দ হালদার। অরবিন্দ হালদার তার অভিযোগে বলেন কোটালীপাড়া উপজেলার ৫৪ নং বাগান উত্তরপাড় মৌজার বিআরএস ৭৭৭ নং খতিয়ানের ৫৭৯ দাগের ১৬ শতাংশ জমির মধ্যে থেকে যে ৩ শতাংশ জমি রাকিব দাড়িয়া ক্রয় করেছেন তাহা প্রায় ৩২ বছর আগে দাতা অমৃত হালদারের বাবা হরেন হালদার আনন্দ বাড়ৈর নিকট বিক্রি করে দিয়েছেন। এছাড়া ১০৩৬ ও ১০৩৭ এবং ১১৯৫ দাগে ৬,৮৫ শতাংশ জায়গার মধ্যে থেকে. ৮৫ শতাংশ জমি ৩৭৫৯ নং দলিল মুলে গত ১৮-৮-২০২১ ইং তারিখে অনন্ত হালদারের কাছে বিক্রয় করে দেয়। রাকিব দাড়িয়ার ক্রয়কৃত তিনটি দাগে ৬ শতাংশ জায়গা পাবে কিন্তু সে দাতার তিন দাগের জায়গায় না গিয়ে আমাদের সার্বজনীন চৈতান্য ব্রজবাসী গোসাম্বী সেবাশ্রম ও আমাদের শরিকি জায়গায় এক স্হানে প্রায় ১০ শতাংশ জায়গা জোর দখলে বালু ভরাট করছে। এব্যাপারে জানতে চাইলে রাকিব দাড়িয়া বলেন।কোন সমস্যার হওয়ার কথা না আমি যতোটুকু ক্রয় করেছি এর বেশিতো আর নিবনা, অভিযোগ হয়েছে সুনিছে বিস্তারিত জেনে জানাবো। অনন্ত হালদার বলেন অমৃত হালদার রাকিব দাড়িয়ার কাছে চারটি দাগে ৯.৮৫ শতাংশ জায়গা বিক্রি করছে এর মধ্যে একটা দাগের ৩ শতাংস আনন্দ বাড়ৈর কাছে এবং অপর তিনটি দাগের, ৮৫ জায়গা আমার কাছে বিক্রি করে দিয়েছে, সেই বিক্রিত জায়গা কি ভাবে রাকিব দাড়িয়া একস্হান থেকে দখল করে সেতো পাবে তিনটি দাগে মাত্র ৬ শতাংস জায়গা। চৈতান্য ব্রজবাসী গোসাম্বী সেবাশ্রমের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিহির চন্দ্র বাড়ৈ বলেন বিক্রিত তিনটি দাগে দাতা জায়গা পাবে ৬ শতাংশ কিন্তু আমি সুনেছি যে স্হানে সেবাশ্রম সেখানে ক্রেতা রাকিব দাড়িয়া ১০ শতাংশ জায়গা অন্যায় ভাবে বালু দিয়ে ভরাট করছে। মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান গতকাল রাতে অভিযোগ হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ