Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হয় মোদি থাকবে, না হয় ভারতবর্ষ : মমতা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারো আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে গত বুধবার তিনি বলেছেন, এর মাধ্যমে মানুষের অর্থ লুট করছে সরকার। এদিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মোদিকে সরাসরি আক্রমণ করে মমতা আরো বলেন, হয় মোদি থাকবে, না হয় ভারতবর্ষ। কারণ, এই দেশের কেন্দ্রীয় সরকার নিধিরাম সর্দার। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি এদিন মমতা ভারতের আয়কর দপ্তরের তামিলনাড়ুর মুখ্য সচিবের বাসভবনে অভিযান চালানোয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক বিবৃতিতে মমতা বলেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই এমন পদক্ষেপ। তিনি বলেন, এমন ঘটনায় শীর্ষ আমলাদের গুরুত্বের অবনমন হয়। মমতা বলেন, এ ধরনের প্রতিহিংসা পরায়ণ, অনৈতিক এবং পদ্ধতিগতভাবে ভুল ব্যবস্থা গ্রহণ কেন? তিনি প্রশ্ন তোলেন, তবে কি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই এই পদক্ষেপ? এর সমালোচনার পাশাপাশি বিজেপির সভাপতি অমিত শাহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন মমতা। তিনি প্রশ্ন করেন, কেন অমিত শাহ এবং অন্যদের বিরুদ্ধে আয়কর অভিযান করা হচ্ছে না। এর আগেও অমিত শাহের বিরুদ্ধে কালো টাকা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলেছিলেন মমতা।
যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি হাজির করেননি। এদিন মমতা আরো বলেন, দুর্নীতির কড়া নিন্দা করা দরকার। কিন্তু তামিলনাড়ুর মুখ্যসচিবের বাসভবনে আয়কর দপ্তরের হানা শীর্ষ আমলাদের গুরুত্বের অবমাননারই শামিল। তিনি বলেন, এ ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। এজন্য রাজ্য সরকারকে জানিয়ে তাকে পদ থেকে সরিয়েই এ ধরনের অভিযান চালানো দরকার ছিল। মমতা এ প্রসঙ্গে আরো বলেন, এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখ্য সচিবের বিরুদ্ধে একই কায়দায় অভিযান এবং তাকে হেনস্থা করা হয়েছিল। তিনি তখনো সেই ঘটনার সমালোচনা করেছিলেন। উল্লেখ্য, গত বুধবার তামিলনাড়ুর মুখ্য সচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে ভারতের কেন্দ্রীয় সরকারের আয়কর কর্মকর্তারা তল্লাশি অভিযান চালান। তল্লাশি চলে তামিলনাড়ুর মুখ্য সচিবের ছেলে এবং আত্মীয়দের বাড়িতেও। মুখ্য সচিবের সরকারি বাসভবনেও তল্লাশি হয়েছে। এদিকে, নোট বাতিলকা-ে মমতার মতো কঠোর ভাষায় না হলেও সমালাচনা করে যাচ্ছে কংগ্রেসও। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নোট বাতিলের নিয়ম আবারো পাল্টানোর ব্যাপারে কটাক্ষ করে কংগ্রেসের পক্ষ থেকে এদিন এভাবে বার বার সিদ্ধান্ত বদলের সমালোচনা করা হয়। এদিন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, রিজার্ভ ব্যাংক অব ইনডিয়া এখন রিভার্স (উল্টো) ব্যাংক অব ইনডিয়া›য় পরিণত হয়েছে। টাইমস অব ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ