মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার জেরে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। খবর এবিপি আনন্দের।
তিনি বলেন, বিজেপির যে দুইজন নেতা নবী মোহাম্মদকে নিয়ে যে জঘন্য মন্তব্য করেছে তাদের নাম নিতেও আমার ঘৃণাবোধ হয়। আমি তা বলতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন সে বিষয়টি। তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানো। আমি অলরেডি টুইট করে বলেছি তাদের গ্রেফতার করা উচিত। আমার রাজ্যে এমন ন্যক্কারজনক ঘটনা হলে সাথে সাথে তাদের গ্রেফতার করাতাম।
এ সময় তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা ভুক্তভোগী হচ্ছি। বিজেপির উচিত তাদের গ্রেফতার করা। তাদের সিকিউরিটি দিয়ে যদি নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে আমি বলবো তাদের নিরাপদ স্থান হলো তিহার জেল। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।