Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবন দিতে প্রস্তুত, নাগরিকত্ব কাড়তে দেবেন না মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

দেহে প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার কৃষ্ণনগরে দলীয় সভা থেকে এমনই ঘোষণা দেন তিনি। এদিন ফের তিনি দাবি করেন, মতুয়ারা ইতোমধ্যেই ভারতের নাগরিক। কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে। মমতা বলেন, ‘বিজেপি কী এমন করল যে মিথ্যে কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল? কাজ কিছু করেছে? নির্বাচন আসলেই মনে তখন মনে পড়ে ক্যা ক্যা ক্যা ক্যা। ক্যা (সিএএ) নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে। আর নির্বাচন এলেই মাথায় এনআরসি ঢোকে, মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে।’ মমতার অভিযোগ, ‘দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। আবার বলছে ক্যা করব। কোথা থেকে ক্যা করবি? করতে দেব না আমরা। ক্যা মানে কী? সিটিজেনশিপ? মতুয়া ভাই-বোনেরা আমাকে বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন? দোকান আছে? ছেলেমেয়েরা স্কুলে যায়? স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার পান? জমি-জায়গা আছে? সবই যদি আছে, তার মানে তো ওটা আপনার অধিকার। আপনি যদি নাগরিক না হতেন তাহলে এগুলো কী করে দিত?’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘এগুলো মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান-ওখান থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার (পশ্চিমবঙ্গের) লোকও নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই। আপনারাই তো ভোট দিয়ে এমপি - এমএলএ নির্বাচন করেন। রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে, আপনার যদি ভোটাধিকার না থাকে? আমি মতুয়া ভাই-বোনদের বলছি, আপনারা এখানকার নাগরিক। আপনাদের ওপর কোনো রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না।’ হিন্দুস্থান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ