Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিনিপার অতিক্রমের আশা ত্যাগ করেছে ইউক্রেনীয় সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:২৩ পিএম

ইউক্রেনীয় সামরিক বাহিনী ডিনিপার নদীর বাম তীরে তাদের নাশকতাকারীদের ব্যাপক অবতরণের প্রচেষ্টা পরিত্যাগ করেছে। ইউক্রেনীয় মিডিয়া এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করছে তার বেশিরভাগই ভুয়া।

খানসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের একজন ফ্রিল্যান্স উপদেষ্টা আলেকজান্ডার মালকেভিচ বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন।

‘খেরসন থেকে সেনা সরিয়ে নেয়ার সবচেয়ে কঠিন দিনগুলিতে, তারা সামরিক এবং মনস্তাত্ত্বিকভাবে উভয় ক্ষেত্রেই সর্বাধিক প্রভাব ফেলার চেষ্টা করেছিল। এখন অনেক দিন ধরে তারা ডিনিপার নদী পার হওয়ার প্রচেষ্টা ত্যাগ করেছে, আঞ্চলিক কর্মকর্তা বলেন।

মালকেভিচ যোগ করেছেন, নাশকতার কর্মকাণ্ড নিয়ে ইউক্রেনের মিডিয়া স্পেসে প্রকাশিত খবরগুলি তথ্য যুদ্ধের অংশ মাত্র।

তিনি জোর দিয়ে বলেন, ‘যখন মাত্র এক লাইনে ভুয়া খবর তৈরি করা হয় এবং কোন দায়বদ্ধতা ছাড়াই পাঠ্য আকারে প্রকাশ করা হয়, তখন ক্যাফেতে বসে থাকা যেকোনো ব্যক্তি লিখতে পারে যে ২০ জন নাশকতার দল সবেমাত্র অবতরণ করেছে,’ তিনি জোর বলেছিলেন। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনীয় সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ