Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৩০ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২২

বিএনপি'র যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির অংশহিসেবে গণমিছিল করবে বিএনপি। আজ দুপুর তিনটার দিকে নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে গণমিছিল বের করবে সরকারবিরোধী দল ও জোটগুলো। এরইমধ্যে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। ঢাকার এ গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরের জেলাগুলো থেকেও এসেছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে পূর্বনির্ধারিত স্থানীয় অংশ নিয়েছেন। নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ভিড় করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুর আড়াইটায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবে বিএনপির স্থায়ী কমিটির নেতারা। সেখান থেকে ঘোষিত হবে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি। কর্মসূচি ঘোষণার পর গণমিছিল নিয়ে মগবাজার মোড় ঘুরে ফের নয়াপল্টনে আসবেন দলটির নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ