গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মেট্রোরেলের বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য সীমিত পরিসরে চালু করা হয়েছে নতুন এই গণপরিবহন। আপাতত যাত্রীরা শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত সুবিধা ভোগ করতে পারবেন। পরবর্তী সময়ে তা মতিঝিল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তবে আগারগাঁও এসে গণপরিবহন পেতে যাত্রীদের যেন কোনও অসুবিধা না হয় সেজন্য প্রস্তুত রাখা হয়েছে বিআরটিসি’র ২০টি দ্বিতল বাস। ১০ মিনিট পরপর যাত্রী নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এসব বাস।
আগারগাঁও মেট্রোরেল স্টেশন ঘুরে দেখা গেছে, ১০টি বিআরটিসি’র বাস সেখানে অবস্থান করছে। বাকি ১০টি বাস যাত্রী নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান বিআরটিসি’র টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা কর্মীরা। তারা জানান, ১০ মিনিট পরপর এসব বাস ছাড়ছেন তারা। তবে যাত্রী আগেই পূর্ণ হয়ে গেলে ১০ মিনিটের আগেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে।
অপেক্ষামান বিআরটিসি’র চালকদের সঙ্গে কথা বললে তারা জানান, ৭টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে কাজীপাড়া থেকে আগারগাঁওমুখী রোডে বিআরটিসি’র বেশ কয়েকটি বাস প্রস্তুত রাখা হয়েছে। বাসগুলো পুরাতন হলেও ধুয়ে মুছে যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে।
৭৫টি আসনে দ্বিতলা বিশিষ্ট বাসগুলোর ভাড়া ঠিক করা হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা (মতিঝিল) এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।
বিআরটিসি’র বাসের এমন সুবিধাকে স্বাগত জানিয়েছেন মেট্রোরেল যাত্রীরা। তারা বলেন, প্রথম ধাপে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো সার্ভিস রাখা হয়েছে তাতেও অনেকটা দূরত্ব কমবে। বাকি অংশে যাতায়াতের জন্য বিআরটিসি’র বাস যদি নিয়মিত সেবা দিয়ে থাকে তাহলে মেট্রোরেলের বাকি অংশ চালু হওয়া পর্যন্তও সমস্যা অনেকটা নিরসন হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।