মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির একটি হোটেলে মার্কিনিদের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে পর দুই দিনের উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার। খবর আল-জাজিরার।
নিরাপত্তা সতর্কতায় পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে।
বড়দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিন স্টাফদের জনপ্রিয় অথবা তারকামানের হোটেলগুলোয় যেতে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীদের প্রতি আহ্বান জানায় মার্কিন মিশন।
গত শুক্রবার ইসলামাবাদের আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।