Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান বাহিনীর পুনর্গঠনে জোর দিয়েছে ইসলামাবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানে ক্ষমতার পালাবদল এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর উদ্ভ‚ত পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। এই উদ্বেগ অবসানে আফগান বাহিনীর পুনর্গঠনের প্রতি জোর দিয়েছে ইসলামাবাদ। এই পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক স¤প্রদায়ের সহায়তা চেয়েছে তারা। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আগামী দুই থেকে তিন মাস বেশ সংকটপূর্ণ। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইসলামাবাদ। তিনি বলেন, আমাদের (আন্তর্জাতিক স¤প্রদায়) তালেবানকে তাদের সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করতে হবে যাতে তারা তাদের ভ‚খÐ নিয়ন্ত্রণ করতে পারে।
এদিকে তালেবান আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার এ তথ্য জানান তিনি। এদিন ইসলামাবাদ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানে আগামী দিনে একটি ঐকমত্যের সরকার গঠিত হবে।’ শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান ইতোমধ্যে ৩০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ যাবতীয় সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তান তার সীমান্ত খোলা রেখেছে। রয়টার্স, আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামাবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ