Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে চুরির অপবাদে শিশুকে গাছে ঝুলিয়ে মারপিট

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩২ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চুরির অপবাদে মারুফ আহমদ নামে এক শিশুকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মারপিট করা সেই আব্দুল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর বৃহস্পতিবার (২২ডিসেম্বর) গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলালধর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাকা চুরির অপবাদ দিয়ে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে কামরুল আহমদ মারুফ (১৫) কে গত ৭ ডিসেম্বর রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে মারপিট করে। টাকা ‘চুরি করিনি’ বলে হাউমাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ও আব্দুল্লাহর নির্যাতন থেকে রাক্ষা পায়নি। মারপিটের এক পর্যায়ে তার অভিভাবকের দায়িত্বে একজন আসলে ও সপ্তম শ্রেণী পড়ুয়া শিশুটিকে চাইরগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে আব্দুল্লাহ, মৃত আরাফাত আলীর ছেলে হরুপ আলী (৪০), রিফাত মিয়ার ছেলে জায়েদ আলী (২২) নির্যাতন আরও বাড়াতে থাকে।

শিশুকে মারধর করা হচ্ছে। এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

নির্যাতনের শিকার কামরুল আহমদ মারুফ এর বাবা শফিক মিয়া পেশায় অটোরিকশা চালক। তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনার সাথে জড়িত সকলের বিচার দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারপিট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ