Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুচ্ছ ঘটনায় শারীরিক প্রতিবন্ধীসহ ৪ জনকে মারপিট

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ তাড়াশে তুচ্ছ ঘটনায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিসহ ৪ জনকে মারপিট করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী আক্কাছ (৩২)-এর কোদালের ডাট বানানোর জন্য রাখা ১টি ছোট কাঠের গুল প্রতিবেশী খায়ের সরদারের ছেলে আমিরুল (৪০) তার বাড়ি নিয়ে রেখে দেয়। আক্কাছ গুলটি দেখে নিজের বলে দাবি করে ফেরত চাইলে আমিরুলের ২ ছেলে শরিফুল, ইমরান, আমিরুলের স্ত্রী ছবি এবং শরিফুলের স্ত্রী রুপা, শারীরিক প্রতিবন্ধী আক্কাছকে মারপিট করে। এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, আঘাতপ্রাপ্ত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। প্রতিবন্ধী আক্কাছের আঘাত সামান্য হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুচ্ছ ঘটনায় শারীরিক প্রতিবন্ধীসহ ৪ জনকে মারপিট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ