Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে বালি ভর্তি ট্রাফির আগে যেতে গিয়ে মোটরসাইকেল উল্টে আরোহী শিশুর মৃত্যু

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৪:০৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালি ভর্তি ট্রাফির সাইড দিয়ে যেতে গিয়ে উল্টে মোটরসাইকেল আরোহী সাঈদ (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে। এসময় মোটরসাইকেল চালক শালকী গ্রামের সাদেক আলীর ছেলে ইমরান (২০) আহত হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার সময় উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নজরুল খান ও আবু সাঈদ বলেন, বালি লোড করে ট্রাফি গাড়াকোলা বাজারের দিকে আসছিল। পিছে পিছে আসা মোটরসাইকেল গাড়াকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সাইড দিয়ে আগে যেতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক ইমরানকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ