বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সখিপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলির ছেলে মাসুদ রানা (২৮) এবং একই গ্রামের আবদুস সালামের ছেলে শাকিব আহমেদ (১৭)। নিহত মাসুদ রানা ভালুকা উপজেলার বাটাজোড় বাজারের মাসুদ মেশিনারিজ স্টোরের মালিক ও নিহত শাকিব আহমেদ ওই দোকানের কর্মচারী। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মাসুদ রানা ও শাকিল আহমেদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোর বাজারে দোকান খোলার জন্য বের হন। সখিপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ায় দরিদ্র দুটি পরিবার নিঃস্ব হয়ে গেল। উপার্জনের কেউ থাকলো না। দুই সন্তান নিয়ে মাসুদের স্ত্রী পাগল প্রায়। শাকিব আহমেদের স্ত্রী সন্তান সম্ভাবা।’সখিপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।