Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গরু ব্যবসায়ীর টাকা লুট

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ইউপি সদস্য ও গরু ব্যবসায়ী রুহুল আমিন নয়নকে তুলে নিয়ে গিয়ে ২০ লাখ টাকা লুট করা হয়েছে। টাকা লুটের ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন নয়ন। ভুক্তভোগী রুহুল আমিন নয়ন (৩২) গোদাগাড়ীর মাটিকাটা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতিও তিনি। উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে তার বাড়ি।অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমিন নয়ন রাজশাহী সিটি হাটে গরু কেনা-বেচা করেন। রোববার সন্ধ্যায় তিনি হাট শেষে গরু ব্যবসার ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। সঙ্গে ছিল তার ছেলে নবীন ইসলাম (৭)।
বাসায় ফেরার পথে মহানগরীর ডাবতলা এলাকায় সাদা পোশাকে পাঁচজন ব্যক্তি তাদের গতিরোধ করে নিজেদের একটি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেয়। এরপর প্রথমেই নবীন ইসলামকে মাইক্রোবাসে তুলে নেয়। তারা নয়নের হাতে হাতকড়া পরিয়ে তাকেও গাড়িতে তুলে তাদের চোখ-মুখ বেঁধে দেয়া হয়। নয়নের কাছে থাকা টাকার ব্যাগটি জোর করে কেড়ে নেয়া হয়। দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা কেড়ে নেয়ার পর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে তাদের নামিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ