Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ভুয়া ভিডিও আটক ১

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইউটিউবে সেনাবাহিনী ও পুলিশকে নিয়ে ভুয়া ভিডিও প্রকাশের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম জিয়াউর রহমান (২৭)। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, সিম জব্দ করা হয়েছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, জিয়াউর রহমান উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনী দ্বারা পুলিশকে মারপিটের ভুয়া ভিডিও আপলোড করে জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়। তিনি বলেন, আসলে সংশ্লিষ্ট ভিডিওটি বাংলাদেশ নেভির একটি বিশেষ প্রশিক্ষণের অংশ বিশেষ। তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ওই ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ভিডিও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ