Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজাপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয়সভা

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে সভার উপদেষ্টা রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান উপস্থিত থেকে সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ রাসেল, সাতুরিয়া, মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার, রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. শাহজাদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ খান, সমাজ সেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন খান, রাজাপুর পলিটেকনিক কলেজ এর অধ্যক্ষ মো. সোহরাব হোসেন প্রমুখ।
এসআই শাহজাদা বলেন, কেউ বাসা থেকে কোথায় গেলে প্রতিবেশীকে নজর রাখার জন্য বলে যেতে হবে, অথবা একজন ঘরে রেখে যেতে হবে। যেহেতু বিচ্ছিন্নভাবে দিনে বা সন্ধ্যায় চুরি হয়। তাই সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। নতুন কোনো লোক দেখলে থানায় খবর দেয়ার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ