Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়যাত্রা জাতীয় অ্যাথলেটিক্স

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৪০তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এদিন সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও দেশের সার্ভিসেস দলের প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেটরা অংশ নেবেন। ৩৬টি ইভেন্টে প্রতিযাগীরা খেলবেন। যার মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। তবে বরাবরের মতো এবারও হ্যান্ডটাইমিংয়েই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স মিট। প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। সম্মেলনে প্রতিযোগিতার দ্রæততম মানব ও মানবীকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ