Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইম দোলেশ্বরের জয়যাত্রা অব্যাহত

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সর্বশেষ আসরের রানার্স আপ প্রাইম দোলেশ্বর একটার পর একটা বাধা পেরিয়ে চলেছে। চলমান আসরে টানা দুই জয়ে জায়ান্টদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শেখ জামাল ধানমন্ডী ক্লাব পাত্তাই পায়নি প্রাইম দোলেশ্বরের কাছে। ফতুল্লায় পেস বোলার ফরহাদ রেজা (৪/২০) এবং বাঁ হাতি স্পিনার সানজামুলের (৩/২৪) বোলিংয়ে মাত্র ৯৯ রানে শেখ জামাল ধানমন্ডী ক্লাবকে গুড়িয়ে দিয়ে ১৭৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে বুড়িগঙ্গা তীরের ক্লাবটি করেছে উৎসব। এই ম্যাচে বলার মতো পার্টনারশিপ ৪র্থ জুটির ২৭, মাহামুদুল্লাহ’র ২৪ এবং নাজমুস সাদতে’র ৩৩ ! মামুলি টার্গেট পাড়ি দিতে এসে রকিবুলের হার না মানা ৫৩ এবং চামারা সিলভার ২৭ রানে জিতেই লাঞ্চ সেরেছে প্রাইম দোলেশ্বর। টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে এখন এই দলটি, শেখ জামালের সেখানে তৃতীয় ম্যাচে প্রথম হার।
এদিকে হারের বৃত্ত ভাঙ্গতে পারছে না মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৪৭ রানে হেরে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। বোলিংটা ভালই করেছিলেন নড়াইল এক্সপ্রেস ( ৪/৫৬)। তবে সাব্বিরের ফর্মে ফেরা ফিফটি (৪৯ বলে ৫৩), শুভাগতহোমের ৬০ এবং ইনফর্ম তাইবুর পারভেজের ৫২ রানে ভর করে ২৮০ স্কোরকে চ্যালেঞ্জ জানাতে পারেনি তার দল। প্রথম জুটির ৭৯ এবং তৃতীয় জুটির ৬৬ রানে ইনিংসের মাঝামাঝি সময়ে এনে ফিফটি ফিফটি অবস্থানে এসেও মিডল অর্ডারদের ব্যার্থতায় ম্যাচ থেকে ছিটকে পড়ে কলাবাগান ক্রীড়াচক্র। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে নাম লিখিয়ে অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়িয়েছেন প্রাইম ব্যাংকের বাঁ হাতি স্পিনার রায়হানউদ্দিন ( ৪/৩৮)। শ্লগে এক ওভারে ২ উইকেট শিকারে দলের জয়ে রেখেছেন অবদান প্রাইম ব্যাংক পেসার রুবেল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫৯তম ফিফটিতেও (৬১) কলাবাগানকে বাঁচাতে পারেননি জিম্বাবুয়ে টপ অর্ডার হ্যামিল্টন মাসাকাদজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাইম দোলেশ্বরের জয়যাত্রা অব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ