Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রবাসীদের জন্য টিভি চ্যানেল জয়যাত্রা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠছে টিভি চ্যানেল ‘জয়যাত্রা’। দেশের ও বিদেশের বাংলা ভাষাভাষীদের বিনোদনের জন্য চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, জেদ্দা, লেবানন, যুক্তরাষ্ট ও দুবাইসহ বেশ কিছু দেশের প্রবাসীদের বিনোদনের জন্য চ্যানেলটি ভ‚মিকা রাখছে। চ্যানেলটির অনুষ্ঠানগুলোতেও থাকছে নতুনত্ব। ‘জয়যাত্রা’ টিভি লাইভ, ‘প্রবাস টাইম’, জাপান টাইম, অস্ট্রেলিয়া টাইম’ অনুষ্ঠানগুলো প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে বলে জানান চ্যানেলটির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। তিনি বলেন, আমাদের দেশে অনেকগুলো চ্যানেল রয়েছে। তবে চ্যানেলগুলো প্রবাসীদের নিয়ে স্পেশাল কোনো অনুষ্ঠান করেনা। আমি প্রবাসীদের জন্যই এই চ্যানেলটি নিয়ে এসেছি। কারণ তারা দিনের শেষে তাদের মনের কথা বলতে চায়। এই চ্যানেলে আমি তাদের সেই সুযোগ করে দিচ্ছি। যাদের শ্রমের বিনিময়ে আমাদের বৈদাশিক মুদ্র আর্জন হচ্ছে, তাদের জন্য কিছু করা আমাদের প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি চ্যানেল জয়যাত্রা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ