নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ জয় করে লিওনেল মেসিরা এখন আর্জেন্টিনার পথে। চ্যাম্পিয়নদের বরণের অপেক্ষায় আর্জেন্টিনার মানুষ। লাতিন দেশটিতে চলছে উৎসব। আর মেসিদের উদযাপন তো থামছেই না। বিমানেও আনন্দে মেতে আছেন তারা।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বিমানে চেপে বসেই যেমন ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘কি বিশাল তুমি!’
অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পলরাও ইনস্টাগ্রামে ট্রফির সঙ্গে তোলা নিজেদের ছবি পোস্ট করেছেন।
গত রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জিতে নেয় বিশ্ব আসরে নিজেদের তৃতীয় শিরোপা।
আর্জেন্টিনা দল শিরোপা জয়ের পর সোমবারই কাতার ছাড়ে। সেখান থেকে ইতালি হয়ে তারা এখন দেশের পথে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা সময় সোমবার সকালে ইতালির রাজধানী রোমে পা রাখে চ্যাম্পিনয়রা। এরপর আর্জেন্ট্নিা সময় বিকেলে তারা ইতালি ছাড়ে।
মেসিরা ব্শ্বিকাপ নিশ্চিত করার পর থেকেই আর্জেন্টিনায় উৎসব চলছে। বুয়েনস এইরেসে হবে আর্জেন্টিনার মানুষের সঙ্গে মেসিদের ট্রফি উদ্যাপন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।