নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে অন্তর্ভুক্ত হলো অনুর্ধ্ব-১৪ কিশোর ফুটবল দল। লাল-সবুজের ক্ষুদে ফুটবলারদের এমনটাই বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মালয়েশিয়ায় সদ্য সমাপ্ত সুপার মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়ে গতকাল দেশে ফিরে এসেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ দল। দেশে ফেরার পরই দলের ক্ষুদে ফুটবলারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বাফুফে। পরে বাফুফে ভবনে ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সালাউদ্দিন। কিশোর ফুটবলারদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশকে আরও বড় সাফল্য এনে দেয়ার জন্য তৈরি হতে হবে তোমাদের। দেশের ফুটবলের জন্য তোমাদের সাফল্যে আমরা গর্বিত। তবে তোমাদের এখানে থেমে থাকলে চলবে না। অনেকদূর যেতে হবে। তোমাদের পুরো দলকে আগামী ফেব্রæয়ারি থেকে বাফুফের আবাসিক ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হলো।’ সালাউদ্দিন যোগ করেন, ‘বড় ফুটবলার হওয়ার জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। স্থানীয় ও বিদেশি কোচিং স্টাফ তোমাদেরকে প্রশিক্ষণ দেবে। আমরা আশাকরি কেঠোর পরিশ্রম করে তোমরা বড় ফুটবলার হবে এবং ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য তুলে আনবে।’ এসময় বাফুফে সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, ‘তোমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছো। তবে বড় ফুটবলার হতে হলে নিজেকে সুশৃঙ্খলভাবে তৈরি হতে হবে। সবেমাত্র শুরু করলে তোমরা। সামনের পথ কঠিন এবং অনেক লম্বা। এ পথ পাড়ি দিতে হবে।’ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি,সদস্য ইলিয়াস হোসেন, সত্যজিত দাস রুপু, জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং দলের ম্যানেজার মানস দাস ধলূ ও কোচদ্বয় পারভেজ বাবু, মাহবুব আলম পলো উপস্থিত ছিলেন।
সুপার মক কাপের প্লেট পর্বে সেরার খেতাব জিতলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের বয়স চুরির দুর্নামটা রয়েই গেছে। জানা গেছে এই দলে আছে ঢাকার পাইওনিয়র লিগে খেলা বেশ কিছু ফুটবলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।