Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদেও খোলা থাকবে শাবির আবাসিক হল

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ৪:৫৬ পিএম

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ এপ্রিল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস,পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে। মঙ্গলবার ( ১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ও ইস্টার সানডে উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে ১৮ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসময় আবাসিক হলসমূহ খোলা রাখব এবং একই সাথে হলের খাবারসহ সমস্ত সুবিধা চালু রাখব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ