Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোল্ডেন বুট এমবাপের, বল মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করে গোল্ডেন বুট জয় করে নিলেন রানার্সআপ ফ্রান্সের তরুণ ও নির্ভরযোগ্য ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ৭ গোল করেও চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই প্রেস্টিজিয়াস পুরস্কারটি জিতে না পারলেও জিতেছেন আরেক প্রেস্টিজিয়াস পুরস্কার গোল্ডেন বল। পুরো টুর্নামেন্টে নজরকাড়া পারফরমেন্স করে আসরের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল পান মেসি।
মেসি এবং এমবাপে দু’জনই গতকাল বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। সেই সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে এক মিনিটেরও কম ব্যবধানে জোড়া গোল করেন এমবাপে। একটি পেনাল্টি থেকে, অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে। ফলে এই জোড়া গোলের সুবাদে এমবাপের গোল হয়ে যায় ৭টি। আর মেসির ৬টি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই অর্ধে এসে লিওনেল মেসি এক দুর্দান্ত এক গোল করলে দু’জনের গোল সংখ্যা সমান হয়। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আবারও পেনাল্টি পায় ফ্রান্স। শট নেন এমবাপে। গোল করে ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। সেই সঙ্গে তার গোল হয়ে যায় ৮টি। ফলে মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতে নেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। যদিও ফাইনালে তার দল হেরে যায়। টাইব্রেকারে ৪-২ গোলে জয় পেয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। আর চতুর্থ স্থান পেয়ে আসর শেষ করেছে চমক দেখানো মরোক্কো। টুর্নামেন্টে সেরা সেরা উদিয়মান খেলোয়াড়ের পুরস্কার পান আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আর ফাইনালসহ টুর্নামেন্টে নিজের ক্যারিয়ার সেরা গোলকিপিং করে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা এমিলিয়ানো মার্তিনেজ।


কাতারের সেরারা
চ্যাম্পিয়ন : আর্জেন্টিনা
রানার্সআপ : ফ্রান্স
তৃতীয়স্থান : ক্রোয়েশিয়া
চতুর্থস্থান : মরোক্কো
সেরা খেলোয়াড়
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
সর্বোচ্চ গোলদাতা
কিলিয়ান এমবাপে (ফ্রান্স, ৮ গোল)
সেরা গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
সেরা উদিয়মান খেলোয়াড়
এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ