Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাম এ্যানি খোকন মিলন আবুলকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬ এএম

কারাবন্দী বিএনপি’র ৫ নেতাকে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। ডিভিশনপ্রাপ্তরা হলেন, ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক এমপি আবুল হোসেন খান ও সাবেক এমপি ফজলুল হক মিলন।

বিএনপি’র এই পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে তাদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহ প্রমুখ শুনানিতে ছিলেন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এববিএম আব্দুল্লাহ আল মাহমুদ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পৃথক মামলায় ৮ ডিসেম্বর থেকে তার কারাগারে আছেন। ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত তাদের ডিভিশন দিতে বলেন। এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় পাঁচ নেতাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দী মর্যাদা দিতে নির্দেশনা চেয়ে তাদের স্ত্রীরা পৃথক রিট করেন। আদালত রুল জারির পাশাপাশি কারাবিধি অনুসারে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ