মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা শ্রদ্ধা ওয়াকারের মরদেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিলেন তার লিভ-ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। সেই ঘটনার ভয়াবহতা না কাটতে নতুন করে আরেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কর্ণাটক রাজ্যে।
পুলিশ বলছে, কর্ণাটকের বাগালকোটের এক তরুণ তার বাবাকে হত্যার পর মরদেহ ৩২ টুকরো করেছে। শুধু তাই নয়, টুকরো টুকরো সেই মরদেহ ফেলে দিয়েছে উন্মুক্ত গভীর নলকূপে।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ এক্সকাভেটর মেশিন ব্যবহার করে ওই ব্যক্তির মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। আর বাবাকে হত্যার দায়ে ভিথালা কুলালি নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
২০ বছর বয়সী এই তরুণ গত ৬ ডিসেম্বর তার বাবা পরশুরাম কুলালিকে (৫৩) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশের তথ্য অনুযায়ী, পরশুরাম প্রায়ই মাতাল অবস্থায় ভিথালা ও তার ছোট দুই ছেলেকে মারধর করতেন। পরশুরামের স্ত্রী এবং বড় ছেলে আলাদা বসবাস করেন।
গত মঙ্গলবার ভিথালা তার বাবার মারধর সহ্য করতে না পেরে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরশুরামের মরদেহ ৩২ টুকরো করে ভিথালা। পরে মরদেহের টুকরোগুলো বাগালকোট জেলার মুধল শহরের কাছের মানতুর সড়কের পাশে নিজেদের জমির গভীর একটি উন্মুক্ত কূপে ফেলে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।