Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার শুরুর একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:৪৭ এএম | আপডেট : ১২:৫২ এএম, ১৪ ডিসেম্বর, ২০২২
 কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।ইতিমধ্যে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করেছে দুই দলই।
 
হাইভোল্টেজ এই ম্যাচে শুরুর একাদশে দুইটি পরিবর্তন এনেছে। হলুদ কার্ড ইস্যুতে এ ম্যাচে নেই দুই আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। আগের ম্যাচে শুরুর একাদশে অবশ্য মন্টিয়েল ছিলেন না। তবে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচেই ছিলেন লেফট ব্যাক অ্যাকুনা।  তার পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো।
 
আর্জেন্টিনা একাদশ
 
এমি মার্টিনেজ,নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, পারেদেস, ম্যাক অ্যালিস্টার,এনজো ফের্ন্দান্দেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
 
অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে মদ্রিচ বাহিনীরা একাদশ অপরিবর্তিত রেখেছে। 
 
ক্রোয়েশিয়া একাদশ
 
লিভাকোভিচ, জুরানোভিচ, লোভরেন, জিভার্দিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোনোজোভিচ, কোভাচিচ, পাসালিচ, ক্রামারিচ ও পেরিসিচ।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ